সমাজে একটা অতি প্রচলিত দৃষ্টিভঙ্গী হচ্ছে, নারী নির্যাতনকারী কিংবা ধর্ষণকারী কোনও ব্যক্তিকে ফাঁসি দিলে বা এঙ্কাউন্টার করে ধর্ষককে মেরে দিতে পারলেই আমাদের সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। প্রচলিত এই ধারণাগুলো রাজনৈতিক ব্যক্তিত্বরাও ভালোই বোঝেন, সেই জন্যেই প্রচলিত অনুভূতিতে উষ্কানি দেওয়ার কাজটা তাঁরাই করে থাকেন। সেই রাজনৈতিক ব্যক্তিরা জানেন, এই ধরনের প্রচলিত দাবীর পাশে মানুষকে সমাবেশিত করা অত্যন্ত সোজা কাজ এবং এই সোজা কাজটা করতে পারলে, অন্যান্য দীর্ঘস্থায়ী যে দাবী এই ধর্ষণ বন্ধ করার প্রসঙ্গে উঠে এসেছে, তাকে পিছনের সারিতে ঠেলে দেওয়া যাবে।
by সুমন সেনগুপ্ত | 16 August, 2024 | 1100 | Tags : R G Kar Rape JUstice for Dr Moumita Hang the Rapist Reclaim the Night